স্টাফ রিপোর্টার, ছায়াদ হোসেন সবুজ: দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারারাত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। রাতভর ইবাদতের পর বাদ ফজর দেশবাসীর শান্তি সমৃদ্ধি কামনা করে দক্ষিণ সুনামগঞ্জের সবকটি মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা নিজের জীবনের গুনাহ মাফ ও ভাগ্য নির্ধারণে সৃষ্টিকর্তার করুণা কামনা করেন। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলিম উম্মাহ পালন করে সৌভাগ্যের রজনী হিসেবে। মঙ্গলবার দিবাগত রাত ছিল পবিত্র শবে বরাত। মর্যাদাপূর্ণ এই রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। মুক্তি ও ভাগ্য নির্ধারণের পূণ্যময় রাত শবে বরাত না ঘুমিয়ে নেক আমলে মধ্য দিয়ে কাটালেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহিমান্বিত এই রাতে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন ছিলেন। অনেকে রোজা রেখেছেন, দান-খয়রাত করছেন। বিগত জীবনের পাপ মার্জনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেছেন। দক্ষিণ সুনামগঞ্জের সবকটি মসজিদে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ভীড়। দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া বাজার মসজিদের ইমাম ও খতিব, মাওলানা ফারুক আহমেদ “দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকম” কে বলেন, পবিত্র সৌভাগ্যের রজনীতে মুসল্লিরা ইবাদ বিন্দেগী করে কাটিয়েছেন, সারা রাত মসজিদে ওয়াজ নসিহত হয়েছে, আল্লাহর কাছে গুনা মাফের জন্য দুয়া করা হয়, দেশের শান্তি কামনা করা হয়, এবং তিনি আরও বলেন, আল্লাহ যেন সবাইকে পাচ ওয়াক্ত নামাজ আদায় ও সটিক পথে চলার তাওফিক দান করেন। এদিকে পূন্যময় রাত বিবেচনায় নিয়ে মুসল্লিরা তাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন। ভাগ্য রজনীতে আরো একটি সুন্দর বছরের জন্য সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। সে সময় হাজারো মুসল্লি সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা করেন।