শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

২০ হাজার প্যাকেট খাবার দেবে বিসিবি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২১২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ    
করোনাভাইরাস মোকাবিলায় দেশের ক্রিকেটাররা নিজস্ব উদ্যোগে তহবিল গঠন করেছেন। খেলোয়াড়দের কেউ কেউ বিচ্ছিন্নভাবে দুস্থদের পাশে দাঁড়াচ্ছেনও। এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) এগিয়ে আসার কথা শোনা গেছে আগেই। তবে বিসিবি কী ধরনের উদ্যোগ নিচ্ছে সেটি আনুষ্ঠানিকভাবে তারা এর আগে জানায়নি।
জানা গেছে, আপাতত নিজস্ব তহবিল থেকে দুস্থ মানুষদের ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেবে বিসিবি। এই মুহূর্তে যে সব এলাকা কোভিড-১৯ রোগে বেশি আক্রান্ত সে সব এলাকায় দেওয়া হবে এ খাদ্য সহায়তা। মাসজুড়েই চলবে বিসিবির এই কর্মসূচি। তবে কবে শুরু হবে এই কর্মসূচি সেটি এখনো নিশ্চিত নয়। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, ‘প্রতিটি প্যাকেটে থাকবে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, শিগগিরই বিতরণ শুরু হবে। যেখানে সাহায্যটা খুব প্রয়োজন সে এলাকাগুলো আপাতত আমরা অগ্রাধিকার দিচ্ছি।’
খাদ্য সহায়তার পাশাপাশি হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একেকজন খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে বিসিবি। জালাল ইউনুস বললেন, ‘হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের কাছে আবেদন করেছিল। তারাও খুব কষ্টের মধ্যে আছে, বেশিরভাগ খেলোয়াড়ের আর্থিক অবস্থা ভালো নয়। বিসিবি সভাপতি তাদের সহায়তার বিষয়টা অনুমোদন দিয়ে দিয়েছেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ