বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন

জামালগঞ্জের পাগনার হাওরে বজ্রপাতে নিহত ২ আহত ৩

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৩৫৩ বার

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ও ভীমখালি ইউনিয়নের পাগনার হাওরে ধান কাটার সময় বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই ২ কৃষক নিহত ও ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।  মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১১ টায় হাওরের বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহত কৃষকের নাম কমলা কান্ত তালুকদার (৫৫)। তিনি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের খোজারগাঁও গ্রামের মৃত কৃষ্ণধন তালুকদারের ছেলে। আহতরা হয়েছেন, নিহতের ছেলে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সৈকত তালুকদার (১৫), তার সহোদর পিংকু তালুকদার (২৫) ও একই গ্রামের জ্ঞান তালুকদার (৪৫) পিতা পান্ডব তালুকদার। এ ঘটনার খবর পেয়ে পাশের জমিতে অবস্থানকারী লোকজন এগিয়ে এসে নিহত ও আহতদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন কমলা কান্ত তালুকদার কে মৃত ঘোষনা করেন। বাকী আহত সৈকত ও প্রিন্সকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মর্কতা ডা: মো: আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বজ্রপাতে নিহতের শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ায় তিনি ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান জামালগঞ্জ হাসপাতালে গিয়ে নিহত পরিবারকে সৎকার ও চিকিৎসা সেবার জন্য উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা প্রদান করেন।  অপর দিকে উপজেলার ভীমখালি ইউপি’র কলখতখা গ্রামে মৃত মুক্তার আলীর ছেলে শ্রমিক মো. হীরন মিয়া (২৫), একই সময় কলখতখা হাওড়ে ধান কাঠা গেলে বজ্রপাতে আহত হলে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ