দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল মাজেদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
বুধবার দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দেশের সংবিধান ও প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই এবং নির্দিষ্ট মেয়াদে ফাঁসির রায় কার্যকর করার কথা আইনে উল্লেখ আছে।
তিনি বলেন, ফাঁসির রায় কার্যকরের জন্য আইনসঙ্গতভাবে যা করার সেটা শুরু হয়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।
ওবায়দুল কাদের বলেন, মাজেদ ছাড়া আরও ৫ দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্নেল রশিদ ও মুসলেহউদ্দিন রিসালদার পলাতক আছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন সংস্থার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সেটা আরও জোরদার করার দাবি জানাচ্ছি। করোনাভাইরাসের প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেছেন, আমরা বৈশ্বিক ও জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছি।
আমাদের প্রধান কাজ হচ্ছে এ সংকটকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা। এ সময় দলের পক্ষ থেকে করোনা সংকট মোকাবেলার পাশাপাশি নেতাকর্মীসহ জনগণকে ‘মতলবি মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতা’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
সুত্রঃ যুগান্তর