দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) হয়েছেন সুনামগঞ্জের কৃতিসন্তান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
আজ বুধবার (০৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ জারি করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) মু. মোহসিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি জানান।
তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের সন্তান আবদুল্লাহ আল মামুন গত বছর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।
সুত্রঃ সিলেটভিউ