নিজস্ব প্রতিবেদক,ছায়াদ হোসেন সবুজ:: বৈশাখের মাঝামাঝিতে ভারী বর্ষণের প্রভাবে রোববার রাত থেকে থেকে টানা বৃষ্টিতে দক্ষিণ সুনামগঞ্জের জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। তৈরী হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। অনেক এলাকার রাস্তায় ও খলায় পানি জমে যাওয়ায় মানুষ ধান কাটা, পরিবহন ও তা শুকাতে পারছেন না, তারা সীমাহীন কষ্টে পড়েছেন। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে মানুষের ধান কাটা বন্ধ রয়েছে সাথে রয়েছে বজ্রপাতের আতংক, এছাড়াও অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মানুষ অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন আজ। আশংঙ্কা আবহাওয়ার পুর্বাভাস অনুযায়ী আরও দুই দিন বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। একদিকে শ্রমিক সংকট অনদিকে টানা বৃষ্টিপাত সব মিলিয়ে কৃষকরা আজ দিশেহারা। সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, অনেক কৃষকের খলাতে ধান রয়েছে যা শুকানোর বাকী। এদিকে টানা বৃষ্টিতে উপজেলার অভ্যন্তরীণ এলাকাসহ অন্যান্য এলাকায় রোববার গভীর রাতের পর থেকে আজ সোমবার ভারি বর্ষণ ও টানা বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছেন উপজেলাবাসী। জনদুর্ভোগের মাত্রা পৌঁছেছে চরমে। দিনে গণপরিবহন সংকট দেখা দিচ্ছে। বৃষ্টির কারণে গণপরিবহন সংকটে কোমলমতি শিক্ষার্থী, ব্যবসায়ী ও অফিসগামী মানুষসহ সব শ্রেণীপেশার মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। সোমবার ভোর বেলা থেকে প্রায় সারাদিন এখনো বৃষ্টি চলছে, বৃষ্টি যেন আর থামতেই চায়না। টানা বৃষ্টির ফলে বাজার ও রাস্তাঘাটের অবস্থা হয়ে পড়েছে কদাকার। দক্ষিণ সুনামগঞ্জের আস্তমা ও সুলতানপুর গ্রামের কৃষকেরা দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমকে জানান আল্লাহর রহমতে আমরা প্রায় ৭০% ধান কাটতে সক্ষম হয়েছি। কিন্তু আজ টানা বৃষ্টির কারনে আমাদের বৈশাখী কাজ বন্ধ রয়েছে, জমিতে পাকা ধান থাকা সত্ত্বে বাকী ধান কাটা আর সম্ভব হচ্ছেনা, এখন একটাই অপেক্ষা কখন বৃষ্টি থামবে আর আমরা আবার কাজ শুরু করবো।