বিশেষ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকার পর করোনার কোন উপসর্গ না থাকায় ৪০ জনকে স্বাভাবিক জীবনে ফেরার অনুমতি দিয়েছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।
শনিবার (০৪ এপ্রিল) করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন এ তথ্য জানান।
হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত জীবনে ফিরে যাওয়া ওই ৪০ জন ইতালিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাড়ি এসেছিলেন। তাদের কারো মধ্যেই করোনা ভাইরাসের কোন উপসর্গ পাওয়া যায়নি। তাই বর্তমানে কোন প্রবাসী না আসায় নতুন করে কেউ কোয়ারেন্টাইনে নেই।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জসিম উদ্দিন বলেন , হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার পর তাদের মধ্যে করোনার লক্ষণ না থাকায় তাদের সবাইকে স্বাভাবিক জীবনে ফেরার অনুমতি দেয়া হয়েছে। তাই সরকারি নির্দেশনা মেনে সবার এখন ঘরে থাকা উচিত।