রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

অ্যাপলের নতুন স্মার্টফোন বিক্রি কমে গেছে?

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৩৫১ বার

তথ্যপ্রযুক্তি ডেস্ক::
স্মার্টফোনের বাজারে আইফোন ১০ বিক্রি করে সবচেয়ে বেশি লাভ করে অ্যাপল। কিন্তু নতুন আইফোন আসার গুঞ্জনে অ্যাপলের নতুন স্মার্টফোন বিক্রি কম হচ্ছে। তাই নতুন ফোন উৎপাদন কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকেরা মনে করছেন, স্মার্টফোনের বাজারে কিছুটা ধীরগতি লক্ষ করা যাচ্ছে। আইফোন ১০ বিক্রিও পূর্বাভাসের সঙ্গে মেলেনি। মার্কিন ব্যবসাবিষয়ক ম্যাগাজিন ফাস্ট কোম্পানির এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের এপ্রিল থেকে জুন—এ তিন মাস, অর্থাৎ বছরের দ্বিতীয় প্রান্তিকে মাত্র ৮০ লাখ ইউনিট আইফোন ১০ বাজারে আনছে অ্যাপল। অথচ ২০১৭ সালে চতুর্থ প্রান্তিকে ৭ কোটি ৩০ লাখ ইউনিট আইফোন বিক্রি হয়েছে। সে তুলনায় বছরের দ্বিতীয় প্রান্তিকে অল্প ফোন বাজারে আনছে অ্যাপল। পুরোনো অনেক ফোন বিক্রি না হওয়ায় নতুন ফোনের চালান কম আনছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রের বরাতে ফাস্ট কোম্পানির প্রতিবেদনে বলা হয়, গুদামে জমা থাকা আইফোনগুলো আগে বিক্রি করতে এবার কম আইফোন আনবে অ্যাপল। মাত্র ৮০ লাখ ইউনিট আইফোন ১০ তৈরি হচ্ছে। বাজার বিশ্লেষকেরা পূর্বাভাস দিচ্ছেন, এ বছর স্মার্টফোনের উৎপাদন কমে যাবে। ২০১৭ সালে স্মার্টফোন উৎপাদন সাড়ে ৬ শতাংশ বেড়েছিল, যা এ বছর ৫ শতাংশে নেমে আসবে। এর কারণ হচ্ছে, অ্যাপলের নতুন আইফোন ঘিরে গুঞ্জন। ২০১৮ সালে আইফোন ১০-এর নকশার সাশ্রয়ী দামের নতুন আইফোন তৈরি হচ্ছে—এমন গুঞ্জন রয়েছে। ৫৫০ মার্কিন ডলার দামের এ আইফোনে এলসিডি ডিসপ্লে থাকবে। এ ছাড়া হাইএন্ডের নতুন আইফোনে থাকবে ওএলইডি ডিসপ্লে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে নতুন ওই আইফোনের ঘোষণা দিতে পারে অ্যাপল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ