শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

পরিকল্পনামন্ত্রীর সাবান- মাস্ক ও পিপিই প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৫৫১ বার

স্টাফ রিপোর্টারঃ বিশ্বব্যাপী ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত উদ্যােগে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে সাবান, মাস্ক ও হ্যান্ড গ্লাভস এবং সুনামগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পিপিই বিতরণ করা হবে।

মঙ্গলবার বিকেলে পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নিজ সংসদীয় এরিয়ার হত-দরিদ্র মানুষের জন্য ১৫০০০ জীবাণুনাশক সাবান, ১৫০০০ মাস্ক ও হ্যান্ড গ্লাভস বরাদ্দ দেওয়া হয় । এছাড়া সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের জন্য স্বাস্থ্যসুরক্ষা পিপিই বিতরণ করা হবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডটকমকে জানান, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ব্যক্তিগতভাবে ওইসব সামগ্রী বরাদ্দ দিয়েছেন। সামগ্রীগুলো এখনো পৌঁছেনি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সুনামগঞ্জ পৌঁছার পর তা বিতরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ