নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলায় করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাজার স্থানান্তরের জন্য মাইকিং করেছেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার পাগলা বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা তাদের দোকান পাগলা বাজার থেকে সরিয়ে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে দোকান বসানোর জন্য মাইকিং করেন তিনি।
চেয়ারম্যান নূরুল হক বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) থেকে পাগলা বাজারের মাছ বাজার, সবজি দোকান, পান দোকান, ডিমের দোকান, লেবু, কলা ও ফলের দোকানসহ অন্যান্য কাঁচামালের দোকান পাগলা সরকারি মডেল হাইস্কুলের মাঠে অস্থায়ীভাবে স্থানান্থরের জন্য প্রশাসনিক নির্দেশ প্রদান করা হচ্ছে। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন তাহলে প্রশাসন কঠোরভাবে তা মানতে বাধ্য করবে।’ মুদির দোকান খোলা থাকবে কি না এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, ‘তারা দোকান বাজারেই খোলা রাখবে তবে দোকান সম্পূর্ণ খোলতে পারবে না।’