স্পোর্টস ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তুরস্কের বিশ্বকাপ খেলা গোলকিপার রুস্তু রেকবার। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিশ্বকাপ খেলা এ ফুটবলারের স্ত্রী ইসিল রেকবার ইনস্টাগ্রামে জানিয়েছেন, আমার স্বামী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, ওর চিকিৎসা চলছে।
রুস্তু রেকবার ২০০২ সালের বিশ্বকাপে নান্দনিক পারফরম্যান্স করে তুরস্ককে চমকে দিয়েছিলেন। বিশ্বকাপের সেই আসরে সেমিফাইনালে খেলেছিল তুরস্ক।
ইসিল আরও বলেছেন, আমি, আমার ছেলে ও মেয়ে সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কেবল রুস্তুর রিপোর্টই পজেটিভ ছিল। রুস্তু এখন একা হাসপাতালে ভর্তি। তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না।
চীনের উহান প্রদেশ থেকে বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাসকে কেউ যেন হাল্কাভাবে না নেন সে জন্য সবাইকে অনুরোধ করেছেন রুস্তুর স্ত্রী।