শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

করোনা উদ্বেগে জার্মান মন্ত্রীর আত্মহত্যা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ২১৬ বার

অনলাইন ডেস্কঃ  
জার্মানির এক মন্ত্রী আত্মহত্যা করেছেন। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরে থমাস শেফার নামের ওই মন্ত্রী এ কাণ্ড ঘটিয়েছেন বলে জল্পনা চলছে। জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী ছিলেন তিনি।
শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের ওপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার হয়।
প্যারামেডিকসের একটি দলই তার দেহটি উদ্ধার করেন।
গোটা দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনার প্রকোপ থেকে অর্থনীতিকে কিভাবে বাঁচাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ৫৪ বছরের শেফার।
করোনা ঠেকাতে আর্থিক সহায়তা নিয়ে সম্প্রতি বিবৃতিও দিতে দেখা যায় তাকে। এএফপি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ