শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

ভারতে একজনের জন্য ৪০ হাজার মানুষ ঘরবন্দি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ২২৬ বার

অনলাইন ডেস্কঃ  
ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের কর্তৃপক্ষ ২০টি গ্রামের ৪০ হাজার মানুষকে কোয়ারেন্টিনে রেখেছে। কারণ সন্দেহ করা হচ্ছে, তাদের সবার দেহে এই রোগ সংক্রমিত হয়েছে মাত্র একজনের কাছ থেকে।
বলদেব সিং নামে সত্তর বছর বয়সী এক শিখ ধর্মপ্রচারক সম্প্রতি করোনাভাইরাসে মারা গেছেন। আর এ ঘটনা প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর।
তিনি ইতালি এবং জার্মানি সফর শেষে দেশে ফেরেন। তার মৃত্যুর কিছুদিন আগে শিখ ধর্মের একটি উৎসব হোলা মহল্লা উপলক্ষে বলদেব সিং বড় ধরনের এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন।
ছয়দিনব্যাপী ঐ উৎসবে প্রতিদিন প্রায় ১০,০০০ মানুষ যোগ দিয়েছিলেন।
বলদেব সিংয়ের মৃত্যুর পর তার ১৯জন আত্মীয়র দেহে পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
ভারতে মোট করোনাভাইরাস রোগীর নিশ্চিত সংখ্যা ৬৪০। এর মধ্যে ৩০ জন রোগী পাঞ্জাবের। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতে করোনাভাইরাস রোগী আসল সংখ্যা অনেক বেশি হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ