প্রিয় দক্ষিণ সুনামগঞ্জ বাসী-
আমরা #Home_Quarantine অাছি, অাপনারা জানেন বিশ্বব্যাপি করোনা ভাইরাস চায়না থেকে শুরু হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এখন ভয়ংকর রূপ ধারণ করেছে, অামি অাবছার অালীনূর অভি সিলেট শহরে বসবাস করছি অনেক দিন থেকে, বাংলাদেশ অনেকটাই হুমকির মূখে, এখন পর্যন্ত অনেকেই অাক্রান্ত, অনেক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, অাগামীকাল ২৬ মার্চ থেকে প্রশাসন অারো পদক্ষেপ নিবে বলে শুনেছি, অাজ থেকে অামি অামার পরিবার নিয়ে Home Quarantine অাছি।
যে শহরে এত চিৎকার চেচামেচি ছিলো অাজ সেখান নিস্তব্ধতায় ডুবে অাছে, জানিনা অাল্লাহ কখন অামাদেরকে উদ্দার করবেন, অামরা সবাই মাওলার দরবারে ক্ষমা প্রার্থনা করছি, অাল্লাহ যেনো অামাদের দেশ ও দশকে রক্ষা করেন।
কিছুদিন অাগেও অামরা খুব ভালো ছিলাম, অার এখন অামরা গৃহবন্দি হয়ে অাছি, অামার প্রাণের এলাকা দক্ষিণ সুনামগঞ্জ, মায়ার মানুষ দক্ষিণ সুনামগঞ্জ বাসী অাপনাদের বলছি এখনো হয়তো অনেক সময় অাছে অাপনাদের হাতে, অাপনারা মাওলার দরবারে হাজিরা দেন, অাপনারা লকডাউন করুন, একজনের থেকে অারেকজন দুরত্বতা অবলম্বন করুন, বেচে থাকলে অনেক সময় পাবেন।
উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অামার এলাকা লক ডাউন করুন, সতর্কতা সৃষ্টি করুন সবার মাঝে, কি কি করা জরুরি তা সবার মাঝে জানিয়ে দিন।
@AbcharAlinurOvi
একজন ব্যবসায়ী