কাকলী আক্তার মৌ
স্বাধীন দেশের মানুষ মোরা মুক্ত হাওয়ায় নাচি,
স্বাধীন হল যাদের ত্যাগে তাদের স্মরণেই বাঁচি।
স্বাধীনতা আনতে যারা;দিয়ে গেল নিজ প্রাণ-
তাঁদের স্মরণে গেয়ে চলেছি মুক্তি স্বাদের গান।
দ্বিধা নাই,ভয় নাই,নাই কোন ক্লেশ-
বহু ত্যাগের বিনিময়ে হল;স্বাধীন বাংলাদেশ।
অশ্রু ফেলে,শস্ত্র তুলে,দূর্বার অগ্নি তেজে,
রণ ময়দানে ছুটেছে যারা;মহাযোদ্ধা সেজে-
তাঁদের অসীম ত্যাগ সাহসে,মুক্তি এল ঘরে,
মুক্ত হাওয়ায় সুখ লেগেছে সকল জাতির ধরে।
লক্ষ প্রাণের বিনিময়ে হল মুক্তির ঘ্রাণ কিনা-
কোণে কোণে মাদল বাজে,গানের সুরে বীণা।
আকাশে উড়ে জয় পতাকা,প্রাণে মোহনী সুর,
স্বাধীনতার সুখ মাল্য পরে,করি আনন্দ সুমধুর।
কবি; ইউকে প্রবাসী