সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ তাদের মধ্যে ঔষধপত্র বিতরণ করা হয়েছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচির উদ্দ্যেগে ও পিকেএসএফ এর অর্থায়নে সদর উপজেলার মুসলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার দিনব্যাপী এলাকার হতদরিদ্র ৩ শতাধিক শিশু, মহিলা ও পুরুষদের হার্ট, চর্ম, যৌন, চক্ষু, দাঁত ও ডায়াবেটিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষা নীরিক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র দেয়া হয়। দিন ব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার, ডা: দেবাশিষ শর্মা ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা: সুকুরাল রায়। চিকিৎসা সেবায় সহায়তা করেন স্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ, জাহিদ হাসান। ঔষধ বিতরণ কার্যক্রমে ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মো: বাদল হোসেন, এম আই এস অফিসার মো: মনিরুজ্জামান। পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মো: মজিবুল হক জানান, এ ধরনের ২৩টি স্বাস্থ্য ক্যাম্প ইতি পূর্বে সফলভাবে সম্পন্ন করা হয়। কার্যক্রমটি এলাকায় ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে।