স্পোর্টস ডেস্কঃ
মাশরাফি বিন মুর্তজার পর ওয়ানডে দলের দায়িত্বটা তামিম ইকবালকেই বুঝিয়ে দেওয়া হয়েছে। কাজটা যে কঠিন হবে সেটা স্বীকার করতে কোনো দ্বিধা করেননি এই ওপেনার। অবশ্য নিজেকে প্রস্তুত করার সুযোগ পাচ্ছেন তামিম। জাতীয় দলের অধিনায়কত্ব করার আগে ঢাকা প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করার সুযোগ পাচ্ছেন। প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব করবেন। আগামীকাল গাজি গ্রুপের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তামিমের প্রাইম ব্যাংক।
আজ প্রাইম ব্যাংকের অনুশীলনে অধিনায়ক তামিম বলেছেন কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন প্রিমিয়ার লিগের অভিজ্ঞতার জন্য, ‘প্রাইম ব্যাংক যেহেতু আমাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে, চেষ্টা করব আমি যেন সব ভালোভাবে করতে পারি। আমার নিজেরও একটু অভিজ্ঞতা হলো। আমি এটার জন্য মুখিয়ে আছি। কী হয় দেখব।’
গত বছর শ্রীলঙ্কা সফরেও তিন ম্যাচে অধিনায়কত্ব করেছেন তামিম। তখন অবশ্য দায়িত্বটা ছিল ভারপ্রাপ্ত অধিনায়কের। এবার গল্পটা ভিন্ন। এখন তামিম ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক। প্রাইম ব্যাংকের হয়ে তামিম কেমন অধিনায়কত্ব কেমন করেন, সেদিকে চোখ থাকবে বাংলাদেশের।
আগামীকাল কাল প্রাইম ব্যাংক খেলবে মাহমুদউল্লাহর দল গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করতে চাইবে শিরোপা প্রত্যাশী প্রাইম ব্যাংক। প্রতিপক্ষ গাজি গ্রুপও শক্তিশালী দল গড়েছে। তামিম বলছিলেন, ‘যেকোনো টুর্নামেন্টের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। এটা যেকোনো দলের সঙ্গে। আমাদের এমন এক দলের সঙ্গে খেলা, যারা শিরোপা জয় করতে পারে। ওভাবেই দল গড়েছে। আমরা যদি কাল ভালোভাবে শুরু করতে পারি, টুর্নামেন্টও ভালো যাবে। আর দল হিসেবে আমরা যথেষ্ট শক্তিশালী। আমাদের নির্ধারিত দিনে ভালো করতে হবে, পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’