শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

তড়িঘড়ি করে পাকিস্তান ছাড়ছেন তাঁরা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ২৩৪ বার

স্পোর্টস ডেস্কঃ  
করোনাভাইরাসের প্রভাবে তাঁদের দেশে ফেরা নিয়ে জটিলতা তৈরি হতে পারে ভেবে তড়িঘড়ি ঘরে পাকিস্তান ছাড়ছেন পিএসএলে খেলা ইংলিশ ক্রিকেটাররা।
এখনো গ্রুপ পর্বে চারটি ম্যাচ বাকি আছে। এরপর প্লে-অফ তিনটি আর ফাইনাল মিলিয়ে আরও চার ম্যাচ। প্লে-অফে যাওয়ার দৌড়ের রোমাঞ্চে এখনো ছয় দলের ছয়টিই আছে, নিশ্চিত হয়েছে কেবল মুলতান সুলতানসের প্লে-অফে যাওয়া। সব মিলিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মূল আকর্ষণই তো এখনো বাকি!
কিন্তু এই মুহূর্তে এসেই বুঝি রং হারাতে বসেছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। করোনাভাইরাসের প্রভাবে দেশে ফেরা নিয়ে জটিলতা তৈরি হতে পারে ভেবে এরই মধ্যে তড়িঘড়ি ঘরে পাকিস্তান ছাড়ছেন পিএসএলে খেলা ইংলিশ ক্রিকেটাররা। মঈন আলী, জেসন রয়, জেমস ভিন্সের মতো ক্রিকেটাররা আজ-কালের মধ্যেই দেশে ফিরছেন বলে জানিয়েছে ইংলিশ দৈনিক ডেইলি মেইল।
নিরাপত্তা-শঙ্কাকে এক পাশে রেখে এবারই প্রথম পুরো পিএসএল হচ্ছে পাকিস্তানের মাটিতে। টুর্নামেন্টজুড়েই নিরাপত্তা কেমন থাকে, সে দিকে প্রশ্ন নিয়ে তাকিয়ে ছিলেন অনেকেই। কিন্তু নিরাপত্তা-শঙ্কা নয়, টুর্নামেন্টের শেষ দিকে এসে পিএসএলকে ধাক্কাটা দিচ্ছে করোনাভাইরাস। এরই মধ্যে দর্শকবিহীন মাঠে খেলা হচ্ছে, এখন ক্রিকেটারদের পাকিস্তান ছেড়ে যাওয়ার কথা। অবশ্য পুরো বিশ্বকেই যেখানে ঘিরে ধরছে ভয়াল এই প্রাণঘাতী ভাইরাস, কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ, সেখানে পিএসএল কোন ছার!
করোনার ছড়িয়ে পড়া ঠেকাতে এক দেশ থেকে আরেক দেশেও ফ্লাইট বাতিল হচ্ছে, বিভিন্ন দেশ আরোপ করছে তাদের ভূমিতে প্রবেশে নিষেধাজ্ঞা। সে কারণেই ঝামেলায় পড়ার শঙ্কায় আছেন পাকিস্তানে খেলতে আসা ইংলিশ ক্রিকেটাররা। পিএসএল শেষ হতে আরও নয় দিন বাকি, তত দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা তো বলা যায় না। পাকিস্তানেই আটকা পড়ার শঙ্কায় আছেন মঈন আলীরা।
আলী, ভিন্স, রয়ের মতো বিশ্বকাপজয়ী তারকারাসহ মোট ১৫ জন ইংলিশ ক্রিকেটার এবার খেলছেন পিএসএলে। আছেন টম ব্যান্টন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডানের মতো ক্রিকেটাররাও। পিএসএল কর্তৃপক্ষও ক্রিকেটারদের সাহায্য করছে এ ব্যাপারে। খেলোয়াড়দের ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে তারা। ডেইলি মেইল জানাচ্ছে, শনিবারের মধ্যেই ইংল্যান্ডে ফিরে যাবেন ক্রিকেটাররা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ