দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরূম সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সকাল পৌনে ১০টায় এ আগুন লাগে।
ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ৯টা ৪৫ মিনিটে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।
আগুন লাগার কারণ ও এর সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা বলছেন রূপনগর ‘ত’ ব্লকের বস্তিতে অবৈধ গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন রয়েছে। এসব জোড়াতালি দিয়ে সরবরাহ করা হত।গ্যাস কিংবা বিদ্যুতের লাইন থেকেই আগুন লাগতে পারে।