নিজস্ব প্রতিবেদক:: ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে চারজন জুয়াড়ীকে দশ দিনের দন্ডাদেশ প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন খাঁসগাও গ্রামের আরব আলীর ছেলে শিশু মিয়া (২৫), মৃত. মজর আলীর ছেলে সিরাজ উদ্দিন (৬০), দেবেরগাঁও গ্রামের মৃত.তাহিদ আলীর ছেলে মো. আবুল খায়ের (৩৫), বিনন্দদপুর গ্রামের মৃত.রহিম বক্স আলীর ছেলে মো.মোজাম্মিল আলী (৪৫)।
মঙ্গলবার বিকালে উপজেলার খাঁসগাও পাতাসি নদীর তীরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম কবীর এই অভিযান পরিচালনা করেন। এবং বঙ্গীয় জুয়া আইনের ১৮৬৭ সনের ৪ ধারায় তাদেরকে দশ দিনের দন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।
অভিযান কালে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম, এএসআই আব্দুল মান্নান, এএসআই রেজাউল করিম ও এএসআই বাচ্ছু মিয়া সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গেলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিনন্দপুর ঘোড়দৌড় কে কেন্দ্র করে জুয়াড়ীরা এখানে জুয়াড় আসর বসিয়ে প্রকাশ্যে জুয়া খেলছে। এজন্য আমরা এখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি।এবং সেখানে তাদেরকে প্রকাশ্যে জুয়া খেলায় পেয়ে দন্ডাদেশ প্রদান করি।