রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

করোনা সন্দেহ হলে কী করবেন?

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ২৬০ বার

অনলাইন ডেস্কঃ  
চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মারা গেছে অন্তত সাড়ে তিন হাজার।
আর এই করোনা নিয়ে এখন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর ঋতু পরিবর্তনের ফলে এখন অনেকে সর্দি-কাশিতে ভুগছেন।
প্রাণঘাতী এই রোগ প্রতিরোধে সারাবিশ্বে চলছে বিভিন্ন কার্যক্রম। আর কেউ যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েই যান তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তবে করোনা সন্দেহ হলে প্রাথমিকভাবে আপনার কিছু করণীয় রয়েছে। এই ভাইরাসে আক্রান্তদের সরাসরি হাসপাতালে চলে যেতে নিষেধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। এতে হাসপাতালে থাকা অন্যান্য রোগীর শরীরেও এই ভাইরাস প্রবেশ করার আশঙ্কা তৈরি হবে।
তবে এখন প্রশ্ন হলো– কী করবেন? আসুন জেনে নিই করোনাভাইরাস সন্দেহ হলে যা করবেন-
১. করোনাভাইরাস সন্দেহ হলে একা একা সারাসরি হাসপাতালে যাবেন না।
২. ফোনে হাসপাতালে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন।
২. জ্বর-সর্দি-কাশি ১০ দিনের মধ্যে ভালো না হলে করোনা পরীক্ষা করাতে হবে।
৩. করোনা ধরা পড়লে শরীরের অবস্থা বুঝে চিকিৎসা নিন।
হাসপাতালে থাকবেন নাকি বাড়িতে তা চিকিৎসকের কাছে জেনে নিন।
৪. করোনা ধরা পড়ার অন্তত ১৪ দিন বিশ্রাম নিতে হবে ও প্রয়োজনীয় ওষুধপত্র খেতে হবে।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ