বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

চীনে কোয়ারেন্টাইন হোটেলে ধস, বহু হতাহতের শংকা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ২২৭ বার

অনলাইন ডেস্কঃ  
চীনে করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত একটি পাঁচতলা হোটেল ধসে পড়েছে। ধসের সময় সেটির ভেতর কমপক্ষে ৭০ জন মানুষ ছিলেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনকে উদ্ধার করা হয়ে গেছে।বাকিদের উদ্ধার তৎপরতা চলছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ফুজিয়ান প্রদেশের কুয়ানঝৌ শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশংকা করা হচ্ছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে,শিনজিয়া এক্সপ্রেস হোটেলটি চালু হয় ২০১৮ সালের জুনে।প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পর এটি বিশেষায়িত হাসপাতালে পরিণত করে স্থানীয় প্রশাসন।সেখানে আক্রান্তদের রেখে চিকিৎসা দেয়া হতো।
সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হোটেলটির ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিসের দেড় শতাধিক কর্মী।চীনা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ