স্পোর্টস ডেস্কঃ
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হলো অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অধ্যায়ের। অধিনায়ক হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনে অনেক কথাই বললেন মাশরাফি
সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্ন ছিল মাশরাফি বিন মুর্তজার প্রতি। ‘অসম্ভব ভালো লাগছে’—মাশরাফির উত্তর। কেন? ‘কারণ জিতেছি’—আবারও ছোট কথায় জবাব মাশরাফির। ভারমুক্ত লাগছে? ‘একটা কাজ তো কমে গেল। অনেক বড় দায়িত্ব ছিল। সাধারণত এ সময়ে কারও ভালো লাগে, কারও খারাপ লাগে। অবশ্যই আমারও মিশ্র দুটো অনুভূতিই হচ্ছে। তবে সত্যি বলতে নিজের কাছে ভালো লাগছে যে অধিনায়ক হিসেবে একটা ভালো জায়গায় এসে শেষ করতে পেরেছি’—বাংলাদেশ অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচের পর মাশরাফি।
মাশরাফি তাঁর ক্যারিয়ারে এ দিনটি সম্ভবত কখনো ভুলতে পারবেন না। দীর্ঘ প্রায় এক দশকের নেতৃত্ব ছাড়লেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে দিয়ে। সেখানে ১২৩ রানে জেতার পর সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন মাশরাফি। দেশসেরা অধিনায়ক হওয়ায় দায়িত্ব ছাড়ার লগ্নে তাঁকে নেতৃত্বের ধরন নিয়েও প্রশ্ন করা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে জবাব দিলেন মাশরাফি, ‘নেতৃত্ব অবশ্যই ভালো। কিন্তু অধিনায়কত্ব করতে চাওয়াটা ভালো না। স্বার্থপরতা চলে আসে। বাংলাদেশে অনেককে দেখেছি ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে মাঠের বাইরে অনেক কাজ (অধিনায়কের)।’
অধিনায়ক মাশরাফি নিজেকে কতটা মূল্যায়ন করেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নিজেকে মূল্যায়ন করি না। এক কথায় বলতে পারেন গড়পড়তা।’ নতুন অধিনায়কের দায়িত্ব নিয়েও বলে গেলেন মাশরাফি, ‘এখন যে বসবে তাকে তিনগুণ বেশি চিন্তা চেতনা বাড়াতে হবে। জিতলে অনেক সহজ। হারলে অনেক কঠিন।’ মাশরাফি তাঁর নেতৃত্বের এ সময়ে কথা বললেন কোচ নিয়েও, ‘হাথুরুসিংহেকে এগিয়ে রাখব। এখন যে কোচই আসুক তাকে ফল দেখাতে হবে। বাংলাদেশ ক্রিকেট এখন আর ওই জায়গায় নেই।’
জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের পর মাশরাফিকে কাঁধে তুলে নিয়েছিলেন তামিম। দলের সবাই মাশরাফির ২ নম্বর জার্সি পরেছিলেন। বুকের ওপর লেখা ছিল ‘ধন্যবাদ অধিনায়ক’। এ আয়োজন নিয়ে মাশরাফি বলেন, ‘আজ ওরা যা করেছে আমি জানতাম না। জানলে অন্যরকম হতো।’
অধিনায়কত্ব ছাড়লেন। এখন রইল বাকি শুধু ক্রিকেটার মাশরাফি। একদিন ক্রিকেটার মাশরাফিকেও থেমে যেতে হবে। এ প্রসঙ্গে মাশরাফি নিজেই বলে গেলেন, ‘বিদায় তো বিদায়ই, ঘরে বসে নেন আর মাঠ থেকে।’