রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

এ সরকারের সময় দেশে কোনো ঘটনায় বিচার হয় না, এমন নজির নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ২৮৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই সরকারের সময়ে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে তার বিচার হয় না, এমন কোনো নজির নেই। আইন সবার জন্য সমান। তিনি বলেন, সাংবাদিক পেটানোর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আলাদিনের চেরাগ নেই, যে ঘষা দেবেন আর রাতারাতি উন্নত হয়ে যাবে। তবে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করেন। দুর্নীতি তাঁকে স্পর্শ করেনি। শুধু তিনি নন, তাঁর পরিবারের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত নন।’ সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, জয়ের নেতৃত্বে বাংলাদেশ এখন প্রযুক্তিতে ঈর্ষণীয় উন্নতি করছে। আগামী মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ প্রযুক্তির এক স্বর্ণযুগে প্রবেশ করছে। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া এখন সময়ের ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে বনসম্পদ এবং পর্যটন মারাত্মক হুমকির মুখে রয়েছে। প্রধানমন্ত্রী মানবিক কারণে তাদের জায়গা দিয়েছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সহসভাপতি আবুল কাশেম, লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন দেওয়ান, ফারুক আহমেদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ