বিনোদন ডেস্কঃ
৬ মার্চ দেশের অনেক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শাহেনশাহ’ । এই ছবি দিয়ে শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি হচ্ছেন নুসরাত ফারিয়া । কিন্তু মুক্তির আগে ছবির প্রচারে নেই এই তারকা। এরই মধ্যে বেশ কিছু সুখবর নুসরাত ফারিয়ার জন্য। বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তিনি । পাশাপাশি শিহাব শাহিনের ‘যদি কিন্তু তবুও’ সিনেমায় প্রথমবারের মতো অপূর্বর বিপরীতে নায়িকা হচ্ছেন। এ ছাড়া কলকাতা ও বাংলাদেশ মিলে আরও তিনটি ছবির শুটিং করছেন তিনি। এসব নিয়ে প্রথম আলো র সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।
শাহেনশাহ মুক্তি পাচ্ছে ৬ মার্চ। কিন্তু ছবির প্রচারে আপনাকে দেখা যাচ্ছে না কেন?
গত বছরের দুই ঈদেই ছবিটি মুক্তির জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে সময় মুক্তি পায়নি। আমি জানতাম আগামী ঈদুল ফিতর মুক্তি পাবে। কিন্তু হঠাৎ করেই শুনছি ৬ মার্চ। মুক্তির অন্তত ১৫ দিন আগে থেকে বলা হলে সময় বের করে প্রচারটা করা যেত। গত মাসে টানা ২০ দিন ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং করেছি। আবার ৩ মার্চ থেকে করছি।
প্রথম শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ছবি করেছেন। হলে গিয়ে দেখবেন না ছবিটি?
যেহেতু আমাদের দুজনের প্রথম কাজ। জানপ্রাণ দিয়ে প্রচার করার ইচ্ছা ছিল। কিন্তু হুট করে তারিখ ঘোষণার কারণে করতে পারলাম না। প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার সুযোগও নেই। কারণ, ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং শেষ করে শিহাব শাহিনের ছবির শুটিংয়ে চলে যাব। এরই মধ্যে আবার ভারতে শো করতে যাওয়ার কথা আছে।
শিহাব শাহিনের ছবির শুটিং কবে?
৯ মার্চ থেকে করার কথা। ২৯ ফেব্রুয়ারি ও ১ মার্চ দুদিন ছবিটির ওপর কর্মশালা করলাম। ২ মার্চ দুজনের ফটোশুট হয়েছে। শুটিংয়ে যাওয়ার আগে আরও দুদিন কর্মশালা হবে। ৯ মার্চ এক দিন শুটিং করে আমি ভারতে যাব। ওখান থেকে ফিরে আবার ওই ছবির শুটিংয়ে যোগ দেব। টানা ২০ দিন কাজ হবে।
অপূর্বর সঙ্গে প্রথম সিনেমা। কাজ কেমন হবে আশা করছেন?
আশা করছি ভালোই হবে। অপূর্ব ছোট পর্দার জনপ্রিয় নায়ক। তাঁর প্রচুর ভক্ত–দর্শক আছেন। আমি বাণিজ্যিক ঘরানার নায়িকা। তাই আমার কাছে মনে হয় দুজনের নতুন রসায়ন দেখার অপেক্ষায় থাকবেন দর্শক।
ভারতে যাচ্ছেন কেন?
মুর্শিদাবাদে দুটি স্টেজ শো আছে। শো শেষ করে দুদিনের জন্য মুম্বাইয়ে যাব। সেখানে একটি মিটিং আছে। মিটিংটা ঠিকঠাক হলে সবাইকে একটা সুখবর দিতে পারব।
‘অপারেশন সুন্দরবন’ ছবির খবর কী?
এখন শুটিং চলছে। তিন দিন কাজ হলেই আমার অংশের কাজ শেষ হয়ে যাবে। ঝড়–বৃষ্টি শুরু হওয়ার আগেই শুটিং শেষ করে আনতে চাইছেন পরিচালক। বিরাট আয়োজনে সুন্দরবনের বিভিন্ন চরের দুর্গম এলাকা ও গভীর সমুদ্রের মধ্যে শুটিং হচ্ছে। ঝড়–বৃষ্টির মৌসুম শুরু হলে আর কাজ করা যাবে না।
যখন ঢাকার চলচ্চিত্রে সিনেমার অভাবে অনেক শিল্পী বসে বসে সময় কাটাচ্ছেন, তখন আপনার হাতে পাঁচটি ছবি। বিষয়টিকে কীভাবে দেখেন?
হয়তো দর্শকের কাছে আমার চাহিদা আছে। যে কারণে আমাকে নিয়ে পরিচালকেরা আগ্রহী হচ্ছেন। কাজে ডাকছেন। তা ছাড়া আমার সব ভালোবাসা শুধুই সিনেমাকে ঘিরে। সেটাও হয়তো এই মুহূর্তে একাধিক সিনেমায় কাজের সুযোগ তৈরি করেছে।
এখন আর কী কী কাজ করছেন?
কলকাতার ছবি ‘ভয়’। এটি পরিচালনা করছেন রাজা চন্দ। আর সাত দিন শুটিং হলেই শেষ হয়ে যাবে ছবির কাজ। ‘অপারেশন সুন্দরবন’ ছাড়াও দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ নামে আরেকটি ছবির কাজ চলছে। এই ছবিরও আর সাত দিন শুটিং বাকি।
শুনলাম ‘বিবাহ অভিযান’-এর দ্বিতীয় কিস্তি ‘বিবাহ অভিযান ২’ হবে?
হ্যাঁ। মাঝে মিটিং করেছি। মোটামুটি চূড়ান্ত। ‘বিবাহ অভিযান’ ছবিটি গত বছর প্রথমে কলকাতায় ও পরে বাংলাদেশে মুক্তি পেয়েছে। কলকাতায় ভালো চলেছে ছবিটি। এটি পরিচালনা করেছিলেন বিরসা দাস গুপ্ত। এবারও তিনি করবেন। শিল্পীদের মধ্যে অঙ্কুশ, সোহিনী ও ইন্দ্রনীল থাকছেন।
বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছেন আপনি। কেমন লাগছে?
এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না। মন্ত্রণালয় থেকে ই–মেইল পাঠিয়ে নিষেধ করা আছে। শুনেছি, ১৭ মার্চের পর আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।