বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

জয় জয়ই, তবে এটা বেশ কঠিন লড়াই ছিল: মাশরাফি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ২৩০ বার

স্পোর্টস ডেস্কঃ  
তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে রেকর্ড ৩২২ রান করেও হারতে বসেছিল বাংলাদেশ। কিন্তু ভাগ্য ফেভার করায় হারাতে হারতে মাত্র ৪ রানে জয় পায় টাইগাররা।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, জয় জয়ই। তবে এটা বেশ কঠিন লড়াই ছিল। আমরা স্নায়ুচাপ সামলাতে পেরেছিলাম। জয় পরের ম্যাচে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। এমন ক্লোজ ম্যাচে জয় আপনাকে প্রচুর আত্মবিশ্বাস এনে দেয়।
সবশেষ ৭ ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় কঠোর সমালোচনা হচ্ছিল তামিম ইকবালকে নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলে সেই সমালোচনা ধামাচাপ দেন তামিম।
দেশসেরা এ ওপেনার প্রসঙ্গে অধিনায়ক মাশরাফি বলেন, তামিম সব সময়ই আমাদের কাছে বিশেষ একজন খেলোয়াড়। সে রান করার পর খুশি আছে, এটাই সবচেয়ে ভালো বিষয়। তার সঙ্গে বাকিরাও ব্যাট হাতে ভালো করেছে, স্বস্তিদায়ক ব্যাপার।
রেকর্ড রান করেও বাজে বোলিংয়ের কারণে হারের শঙ্কায় পড়ে যাওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, এই ম্যাচের পর সবাই-ই জিজ্ঞেস করতে থাকবে বোলিং নিয়ে। কিন্তু আসলে এটা ব্যাটিংয়ের জন্য খুবই ভালো একটি উইকেট ছিল। কিছুটা শিশিরও ছিল। তাই বোলারদের কাজটা সহজ ছিল না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ