রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশী শ্রমিককে আটক করেছে বিএসএফ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ২৯৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশী শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত ৪ বাংলাদেশী শ্রমিকরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাও মাইজহাটি গ্রামের সফর উদ্দিনের ছেলে সলিম উদ্দিন (৩০), একই গ্রামের লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫), শচীন্দ্র দাস (৩৮)। বিজিবি ও আটককৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ১১৯৫ মেইন পিলার সংলগ্ন জিরো পয়েন্টের তারকাটার ভিতরে চেকপোস্ট নির্মাণ করার কথা বলে ৪ বাংলাদেশী শ্রমিককে নিয়ে যায় বিএসএফ। চেকপোস্ট নির্মাণ করার এক পর্যায়ে বিএসএফর বিশেষ টিম ব্যাটালিয়ন পুলিশ তাদের আটক করে। রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত চারাগাও বিজিবির একটি টহল দল ৪ বাংলাদেশী শ্রমিককে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ভারতীয় ব্যাটালিয়ন পুলিশ তাদের ফেরত দেয়নি। চারাগাও বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. মোনায়েম খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৪ বাংলাদেশী শ্রমিক বিজিবির অগোচরে ভারতে কাজ করতে গিয়ে বিএসএফর ব্যাটালিয়ন পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃত শ্রমিকদের ফিরিয়ে আনতে বিজিবি চেষ্টা করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ