বিনোদন ডেস্কঃ
চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ঢাকার আদালতে জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট শাখায় ৬০০ পৃষ্ঠার অভিযোগপত্রটি জমা দেন।
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন বলছে, চিত্রনায়ক সালমান শাহকে খুন করা হয়নি। তিনি আত্মহত্যা করেছিলেন। এই আত্মহত্যার পেছনে পাঁচটি কারণ ছিল। প্রথম এবং প্রধান কারণ, সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূরের মধ্যকার ‘অতি-অন্তরঙ্গতা’। এ নিয়ে সালমানের স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, অতি আবেগ থেকে একাধিকবার আত্মহত্যার চেষ্টা, মায়ের সঙ্গে অভিমান এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতাবোধ।
পিবিআইয়ের এই প্রতিবেদনকে মনগড়া বলছে সালমান শাহ পরিবার। ছেলে আত্নহত্যা করেছে মানতে নারাজ সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি এই তদন্ত প্রতিবেদনকে বলছেন ভুলে ভরা তদন্ত। সালমান শাহর মায়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এই তদন্ত প্রতিবেদনের সিদ্ধান্ত আমরা মানি না। এই তদন্তের সঠিক রিপোর্ট সবার সামনে পুনরায় তুলে ধরা হোক। আমি আগামী মার্চে লন্ডনে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের প্রতিবাদ জানাব।’
১০ মার্চ লন্ডন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের জন্য দিন ঠিক করা হয়েছে বলে জানালেন নীলা চৌধুরী। লন্ডন সময় বিকেল চারটায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। যোগাযোগ করা হলে এই প্রসঙ্গে নীলা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পিবিআই সঠিক প্রতিবেদন দেয়নি। নিজেদের মতো তারা যে প্রতিবেদন রিপোর্ট দিয়েছে, সেটার প্রতিবাদ করতে সংবাদ করতে যাচ্ছি। এই প্রতিবেদন নিয়ে আমার অনেক কথা বলার আছে। এই প্রতিবেদন আমি মানি না। আমার কাছে অতীতের রিপোর্ট আছে। সেটার সঙ্গে ২৪ তারিখের রিপোর্টের অনেক গরমিল চোখে পড়েছে। সেগুলো সবার জানা দরকার।’
আগামী দু-এক দিনের মধ্যে সিলেটে অনেক বড় পরিসরে মানববন্ধনের আয়োজন করা হবে বলে জানান সালমান শাহর মামা আলমগীর কুমকুম। তিনি পিবিআইকে পুনরায় প্রতিবেদন করার কথা জানিয়ে বলেন, ‘সালমান আত্মহত্যা করেছে, এটি সিলেটের মাটি মেনে নেবে না। শাবনূরের সঙ্গে সালমানের যে সম্পর্ক ছিল, তার প্রমাণ কী। পুনরায় তদন্ত হোক? মানববন্ধনের আয়োজন করে সালমান শাহ ভক্ত ঐক্যজোট। আগামী সোমবার একই দাবিতে ময়মনসিংহে মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি। লন্ডনে সংবাদ সম্মেলনের আয়োজন করছে লন্ডন সালমান শাহ ভক্ত ঐক্যজোট।
নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটি মানতে রাজি নন তাঁর ভক্তরা। ২৪ ফেব্রুয়ারির পিবিআইয়ের দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তাঁরা। সেই প্রতিবেদন ভুলে ভরা এবং পুনরায় তদন্ত চেয়ে ২৮ ফেব্রয়ারি শুক্রবার প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছিলেন সালমানের ভক্তরা। সেখানে উপস্থিত ছিলেন সালমানের পরিবারের সদস্য ও ভক্তরা। তাঁরা অঙ্গীকার করেন সালমানের মৃত্যু রহস্যের পুনঃতদন্তের দাবিতে সারা দেশে মানববন্ধন করবেন। মানববন্ধনের আয়োজকদের অন্যতম সাজিদ হাসান বলেন, ‘সালমান শাহ আত্মহত্যা করেছে বলে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে, সালমানের ভক্তরা সেটা প্রত্যাখ্যান করেছেন। আমাদের দাবি, পুনরায় তদন্ত করে মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরা হোক। কারণ, পিবিআই কিছু ভুল তথ্য দিয়েছে এবং কিছু বিষয় এড়িয়ে গেছে। পিবিআইয়ের তদন্তের পরিপ্রেক্ষিতে আমরা তাদের রিপোর্টের ২৭টি সমস্যা চিহ্নিত করার চেষ্টা করেছি। তাদের প্রতিবেদনটি মনগড়া। এর পুনঃতদন্ত না হলে সালমান–ভক্তরা প্রধানমন্ত্রীর কাছে যাবেন। নেত্রীর হস্তক্ষেপ কামনা করবেন। আমাদের দাবি, প্রধানমন্ত্রী যেন পুনরায় এর সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেন তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। এরপর ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। ওই প্রতিবেদনেও সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়। সিআইডির প্রতিবেদনের বিরুদ্ধে সালমানের বাবা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। এই আদেশের প্রায় ১২ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। তাতেও সালমান শাহর মৃত্যুকে ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়। ২০১৫ সালের ১৯ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে আবার রিভিশন আবেদন করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। ২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।