নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা পূর্ব বীরগাঁও পশ্চিম বীরগাঁও ও জয়কলস ইউনিয়নের কয়েকটি হাওরের বাঁধ পরিদর্শণ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। বৃহস্পতিবার দিনব্যাপী বাঁধ পরিদর্শনে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী মো: ফারুক আল মামুন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক মো: নুরুল হক,দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন,পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পিআইসির সভাপতি আফরোজ আলী, আবু খালেদ চৌ: রুবেল,আশরাফ আলী,রুপন আহমদ,আজির উদ্দিন,রফিক আলী সহ প্রমুখ। বাঁধ পরিদর্শণকালে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী যেসব বাঁধে ত্রুটি রয়েছে স্লুপ ও কম্প্রেসার ও দুবরা ঘাষ লাগহনো হয়নি এবং যেসব বাঁধের মাটি কাটা এখন ও শেষ হয়নি তা নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার জন্য পিআইসির সভাপতি সম্পাদক ও সদস্যদের নিদের্শ প্রদান করেন। বাঁধ পরিদর্শণকালে পূর্ব বীরগাঁও ইউনিয়নের ১ নং পিআইসির কাজ ত্রুটিপূর্ণ হওয়ায় এবং বার বার তাগিদ দেওয়ার পর ও নামমাত্র কাজ করায় ও বাঁধের মাটি কাটা বাকী থাকায় এবং বাঁধটি অধিক ঝুকিপূর্ণ হওয়ায় উক্ত পিআইসির সভাপতি ও সম্পাদকে পরিবর্তন করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করেন।