রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

৪৫০ দিন পর টেস্ট জিতলো বাংলাদেশ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৩৪ বার

স্পোর্টস ডেস্কঃ  মিরপুর টেস্টে ইনিংস হার চোখ রাঙ্গানি দিচ্ছে জিম্বাবুয়ে। পরাজয় বিলম্বিত করতে পারে একমাত্র বৃষ্টিই। বৃষ্টির সম্ভাবনায় এর মাঝেই প্রস্তুতি নিয়ে রাখছেন মাঠ কর্মীরা।

মধ্যাহ্ন বিরতির এক ঘণ্টা আগে থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের পথ পরিষ্কার করছিল বাংলাদেশ। কাল ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে আরও তিন উইকেট হারায়। ৫ উইকেটে ১১৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতি গিয়েছে জিম্বাবুয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৩৫ রান করা সফরকারীরা এখনো পিছিয়ে ১৬০ রানে। হাতে আছে ৪ উইকেট। চতুর্থ দিনেরও প্রায় দুই সেশন বাকি, একমাত্র বৃষ্টিই পারে জিম্বাবুয়ের হার বিলম্বিত করতে।
মধ্যাহ্ন বিরতির মাঝেই জিম্বাবুয়ের ড্রেসিং রুমের সামনে ছোট্ট জটলা। প্রধান লালচাঁন রাজপুত ও বোলিং কোচ ডগলাস হোন্ডো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে কথা বলছিলেন। কিছুক্ষণ পর ড্রেসিং রুমে ফেরার পথেই কোচকে জিজ্ঞেস করা, ম্যাচ কী ভাগ্যের হাতে ছেড়ে দিলেন? উত্তরে শব্দ ব্যবহার করলেন না লালচাঁন। শুধু মুখে হাসি টেনে আকাশের দিকে আঙুল দিয়ে ইশারা করলেন জিম্বাবুয়ের ভারতীয় কোচ। যেন তিনি বলছিলেন, সব সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছি।
মেঘলা মিরপুরে সৃষ্টিকর্তা বাংলাদেশের দিকে চেয়েই হাসছিলেন। দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই যে আরেকটি উইকেট হারিয়ে বসেছে জিম্বাবুয়ে। কে জানে, হয়তো ম্যাচটা চা বিরতির আগেই জিতে যাবে বাংলাদেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ