রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে বাংলাদেশের মেয়েদের

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৩৯ বার

স্পোর্টস ডেস্কঃ  
আগামীকাল ভারতের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার এ বিশ্বকাপে বাংলাদেশ ফেবারিট নয়। এশিয়া কাপ বিজয়ী হলেও অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের জন্য প্রায় অলীক স্বপ্ন। তবু বাংলাদেশ নিয়ে আগ্রহের কমতি নেই মানুষের। গুগলে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে বাংলাদেশ দলকেই।
২১ তারিখ শুরু হয়ে গেছে বিশ্বকাপ। এবারই প্রথম ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে আয়োজিত হলেও আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে শুভ সূচনা হয়েছে ভারতের। এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এর মাঝেই প্রথমবারের মতো খেলতে এসে লড়াইয়ের ছাপ দেখিয়ে থাইল্যান্ড। কিন্তু মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি বেশি করছেন জাহানারা-সালমা-রুমানারা।
গুগল জানিয়েছে বিশ্বকাপ উপলক্ষে দশটি অংশগ্রহণকারী দেশের মাঝে বাংলাদেশ দলকেই বেশি খোঁজা হয়েছে। গত এক সপ্তাহে বাংলাদেশ দল নিয়ে খোঁজার প্রবণতা ৩২২ শতাংশ বেড়েছে। সেটা পুরো বিশ্ব জুড়েই। শুধু অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া নারী দলকে খোঁজার প্রবণতা বেড়েছে ৭২১ শতাংশ। নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান , অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দল নিয়েও গুগলে আগ্রহ দেখা গেছে। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্রডকাস্ট কারা, খেলার সূচি, বিশ্বকাপের ২ ডলারের মুদ্রা, ওয়াকা মাঠ ও বিশ্বকাপের টিকিট নিয়ে খোঁজার প্রবণতা দেখা গেছে মানুষের মাঝে।
এ ছাড়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আর যেসব গুগলে প্রশ্ন খোঁজা হয়েছে সেগুলো হলো, ‘মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কি টিভিতে দেখাবে?’ ‘কোন দল বিশ্বকাপে খেলছে?’ ‘কখন বিশ্বকাপ হবে?’ ‘কোথায় মেয়েদের বিশ্বকাপ সরাসরি দেখা যাবে?’ ‘কোথায় সিডনির শোগ্রাউন্ড স্টেডিয়াম (ভারতের প্রথম ম্যাচের ভেন্যু)?’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ