স্টাফ রিপোর্টার :: জেলার দক্ষিণ সুনামগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় সমুহের কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিততে ৩য় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি’র এক বছরমেয়াদি স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে উপজেলার মোট ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার ৭ শত ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ২ শত ৬৮ জন শিক্ষার্থী নির্বাচনে ভোটদান করে। নির্বাচনে প্রত্যেকটি স্কুল থেকে ৭ জন করে মোট ৬ শত ৮৯ জনকে নির্বাচিত করা হয়।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান বলেন, স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের ভোট প্রয়োগ করে। এতে করে শিক্ষার্থীরা নিজেদের ব্যক্তিত্ব সম্পর্কে সচেতনের পাশাপাশি স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা ও ক্লাসের নিয়ম কানুন মেনে চলার দায়িত্ব পালন করবে। এমন উদ্যোগের জন্য সরকারকে সাধুবাদ জানাই।