সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ: নাদেল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ  আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সিলেট আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ উপহার দেওয়াই হোক ভাষা দিবসের শপথ। এ অঞ্চলে আওয়ামী লীগকে এগিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করতে হবে।
তিনি বলেন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। আজ থেকে তা সূচনা হলো। বাইরের অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখতে পারবেন, সিলেট আ.লীগ সুশৃঙ্খল। সাংগঠনিক কাঠামো ও পরিচ্ছন্ন নেতৃত্বে মধ্য দিয়ে নেত্রীকে আমরা গ্রুপিংমুক্তি আওয়ামী লীগ উপহার দিতে চাই।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছেন। আর তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দেশকে মধ্যম আয়ের দেশের রূপান্তর করেছেন। বিশ্বের দরবারে তিনি একজন মানবিক নেত্রী হিসেবে পরিচিত লাভ করেছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সকলে মিলে বাংলাদেশকে বিশ্বের প্রথম শ্রেণির দেশে নিয়ে যেতে চাই।

তিনি শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আশফাকআহমদ, এড. রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এড. নিজাম উদ্দিন, হুমায়ূন ইসলাম কামাল, নুরুল ইসলাম পুতুল, সায়ফুল আলশ রুহেল, এড. মাহফুজুর রহমান, জগদীশ চন্দ্র দাশ, সৈয়দ এপতার হোসেন পিয়ার, এড. সৈয়দ শামীম, আজহার উদ্দিন জাহাঙ্গীর, এড. রনজিত সরকার, কবির উদ্দিন আহমদ, দিবাকর ধর রাম, এমাদ উদ্দিন মানিক, জগলু চৌধুরী, বিধান কুমার সাহা, মস্তাক আহমদ পলাশ, নুরুল আমিন, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, প্রদীপ পুরকায়স্থ, এড. আজমল আলী, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, আলহাজ্ব মইনুল ইসলাম, শামসুন্নাহার মিনলু, শহিদুর রহমান শাহীন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, জামাল চৌধুরী, নজমূল ইলাম এহিয়া, আব্দুস সোবহান, শামীম রশিদ চৌধুরী, শাহরিয়ার কবির সেলিম, ডা. নাজরা চৌধুরী, বুরহান উদ্দিন, এড. মোস্তফা শাহীন চৌধুরী, মাধুরী গুন, শামীম আহমদ ভিপি, শামীম আহমদ, আলম খান মুক্তি, এড. সালমা সুলতানা, আব্দুর রকিব বাবলু, জালাল উদ্দিন কয়েস, দেবাংশু দাস মিঠু, খন্দকার মহসিন কামরান, সেলিম আহমদ সেলিম, রাহাত তরফদার, এমরুল হাসান, ইলিয়াছুর রহমান, একেএ নুরুল ইসলাম ইছন, হিরন মাহমুদ নিপু, আব্দুল বাছিত রুম্মান, আলমগীর হোসেন, আব্দুল হাসনাত বুলবুল, আরাফাত চৌধুরী আজাদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ