রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

তানজিদের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে জবাব

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৪৪ বার

স্পোর্টস ডেস্কঃ  
বিশ্বকাপ জয়ী দলের তানজিদের ব্যাটে এগোচ্ছে বিসিবি একাদশ।
মধ্যাহ্ন বিতরিতে গল্পটা ছিল ভিন্ন। জিম্বাবুয়ের পেসারদের বাউন্সার বৃষ্টির সামনে এলোমেলো অবস্থা বিসিবি একাদশ দলের। সাতে নেমে চিত্র পাল্টান বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের তানজিদ হাসান। অধিনায়ক আল আমিনের সঙ্গে ১৫৮ রানের জুটি গড়ে চা পান বিরতিতে যান তানজিদ।
বয়স ভিত্তিক দলে নিয়মিত ইনিংসের সূচনা করলেও তানজিদকে আজ নামতে হয়েছে সাতে। চাপের মুখে প্রতি আক্রমণের পথ বেছে নেন এই তরুণ বাঁহাতি। জিম্বাবুয়ের পেসারদের মাথা তাক করা বোলিংয়ের জবাব দেন পুল শটে। ফুল লেংথের বল গুলোতে খেলেছেন আগ্রাসী ড্রাইভ ও ফ্লিক। লফটেড শটে ছক্কাও মেরেছেন। ফিফটি পূর্ণ করতে মাত্র মাত্র ৪০ বল খরচা করেন। এরপর এগোতে থাকেন সেঞ্চুরির পথে। নামের পাশে ৮১ বলে ৮৯ রান নিয়ে চা বিরতিতে যান এই তরুণ বাঁহাতি।


তামজিদকে সঙ্গ দিয়েছেন আল আমিন। ১১৮ বলে ৭৫ রানে অপরাজিত আছেন তিনি, খেলেছেন সময় উপযোগী ইনিংস।
এর আগে ৭ উইকেটে ২৯১ রান করে প্রথম দিন ব্যাটিং অনুশীলন শেষে আজ সকালে বিসিবি একাদশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের তিন পেসার কার্ল মুম্বা, চার্লটন শুমা ও আইনশলে এনলভু সকাল থেকেই বল করেছেন আক্রমণাত্মক লাইন-লেংথে। প্রত্যেকেই উইকেট পেয়েছেন। প্রথম ঘণ্টাতেই মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান ও শাহাদাত হোসেনের উইকেট হারায় বিসিবি একাদশ। প্রথম সেশন শেষের আগে আরও ২ উইকেট হারায় তারা। পেছনের পায়ে খেলতে গিয়ে বোল্ড হন আকবর (১)। মারতে গিয়ে আউট হন পারভেজ (৩৪)। নাঈম ১১ রান করে পুল খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে আউট হন। তিনে নেমে মাহমুদুল পেছনে ক্যাচ দেন বাইরের বলে কাট করতে গিয়ে। আলগা শট খেলে মিড অফে ক্যাচ দেন শাহাদত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ