নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ২ জন এবং প্রবাসীর ভূমি জোর পূর্বক দখল করে মাটি বিক্রির অভিযোগে নিয়মিত মামলার ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স সহ এক প্রবাসীর জমি দখল করে মাটি বিক্রির অভিযোগে নিয়মিত মামলার আসামী উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের আবির আলীর ছেলে মোশাহিদ আলীকে গ্রেফতার করা হয়। অপরদিকে একই রাতে এসআই মোঃ আলাউদ্দিন ও এএসআই প্রনয় নাল থানা গ্রেফতারী অভিযান পরিচালনা করে নারী শিশু নির্যাতন মোকদ্দমা নং ১০৫/০৭,এর পলাতক আসামী উজানী গাঁও গ্রামের আব্দুস সামাদের ছেলে মতিউর রহমান, এবং জিআর এর মোকদ্দমা নং ৫৭/২০ এর পলাতক ব্রাম্মনবাড়ীয়া সদর উপজেলার চকিরতলা বর্তমানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইনিয়নের নোয়াখালী গ্রামের কিতাব আলীর ছেলে মোঃ শাহ আলমকে তাদের নিজ গ্রাম এলাকা থেকে গ্রেফতার করে পরদিন শনিবার আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।