রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

নিরাপদে ইসলামবাদে মুমিনুলরা, কাল রাষ্ট্রপতির নিমন্ত্রণ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৩০ বার

স্পোর্টস ডেস্কঃ  
টি-টোয়েন্টি খেলতে আগেরবার বাংলাদেশ দল পাকিস্তান গিয়েছিল ভাড়া করা বিমানে। তাই খুব একটা সময় লাগেনি। তবে এ বার প্রথম টেস্ট খেলতে পাকিস্তান যাওয়ার জন্য মুমিনুল হকরা ধরেছেন কাতার এয়ারওয়েজের নিয়মিত একটি ফ্লাইট। গতকাল সন্ধ্যায় রওনা দিয়ে কাতার এয়ারওয়েজের সে ফ্লাইট দোহা হয়ে আজ সকালে পৌঁছেছে ইসলামবাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল টুইটার থেকে টুইট করা হয়েছে, নিরাপদেই রাওয়ালপিন্ডি পৌঁছেছেন মুমিনুলরা।
পিসিবির পক্ষ থেকে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার জন্য স্বাগত জানানো হয়েছে বাংলাদেশ টেস্ট দলকে। টুইটে লেখা হয়েছে, ‘ইসলামবাদে বাংলাদেশ দল। অতিথিদের রাজধানীতে স্বাগতম। শুক্রবার থেকেই শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট। এখনই ম্যাচের টিকিট সংগ্রহ করে ফেলুন।’ টুইটে ইসলামবাদ বিমানবন্দরে বাংলাদেশ দলের কিছু ছবিও দেওয়া হয়েছে।
আজকের দিনটা টিম হোটেলেই বিশ্রাম নেবে বাংলাদেশ দল। কাল সকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলনের কথা। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, আগামীকাল দুপুরে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে বাংলাদেশ দল।
পাকিস্তান দল অবশ্য গতকাল অনুশীলন করেছেন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে, অনুশীলন করার কথা আজও।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ