বিনোদন ডেস্কঃ
কমে গেছে সিনেমা। নতুন বছরে বড় পর্দার তারকাদের কাজের খবরও নেই তেমন। তবে বসে নেই তাঁরা। দেশ-বিদেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মঞ্চ মাতাচ্ছেন তাঁরা। এই তালিকায় আছেন দেশের শীর্ষস্থানীয় নায়ক থেকে সব শ্রেণির তারকারা।
ঢালিউড তারকা শাকিব খান আগে তেমন একটা স্টেজ শো করতেন না। বেশ কিছুদিন হলো বড় বড় করপোরেট অনুষ্ঠানের মঞ্চে উঠছেন তিনি। দেশ ও বিদেশ মিলিয়ে মাসে এ ধরনের দুই থেকে তিনটি শো করেন তিনি। মাস দেড়েক আগে দুবাই ও ভারতের বর্ধমানে শো করেছেন। গত ২৫ জানুয়ারি কুমিল্লার লালমাইতে একটি বিশেষ শো করেন শাকিব খান। এরপর পয়লা ফেব্রুয়ারি ছিলেন ভোলার চর ফ্যাশনে। আবার ১৩ ফেব্রুয়ারি ঢাকায় একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বড় একটি শোতে নাচবেন তিনি। কেন? শাকিব খান বলেন, ‘আগে স্টেজ শো করতাম না। এখন বেছে বেছে দেশ-বিদেশের কিছু শো করি। এটি একদিক দিয়ে ভালো। সরাসরি ভক্ত-দর্শকদের সঙ্গে যোগাযোগ হয়।’
গত বছর সাহসী যোদ্ধা নামে একটি ছবির শুটিং শেষ করেছেন নায়িকা পপি। নতুন বছরে এখনো শুরু হয়নি নতুন ছবির শুটিং। কিন্তু স্টেজ শো থেমে নেই তাঁর। গত ২৩ ও ২৪ জানুয়ারি দুটি করপোরেট শো করেছেন। এরপরই শো করতে চলে যান মালয়েশিয়ায়। ২৫ ও ২৭ জানুয়ারি কুয়ালালামপুরে দুটি শোতে অংশ নেন। সেখান থেকে ফিরে চর ফ্যাশনে শাকিব খানদের সঙ্গে ওই অনুষ্ঠানে নাচ করতে যান তিনি। মাসে পাঁচ-ছয়টি করে এ ধরনের স্টেজ শো করতে হচ্ছে তাঁকেও। পপি বলেন, ‘শো করার সুযোগ আগেও ছিল। কিন্তু কম করা হতো। এখন সিনেমা কম বলে শো করার সময়টা পাওয়া যাচ্ছে।’ তবে সিনেমার পরিবেশেই এসব শো হচ্ছে বলে মনে করেন তিনি। স্টেজে নিজেদের সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গেই পারফর্ম করেন তাঁরা।
বেশ কিছুদিন হলো হাতে ছবি নেই অপু বিশ্বাসের। তিনিও ব্যস্ত হয়ে উঠেছে স্টেজে। গত ৩ জানুয়ারি শো করতে রাজশাহীতে যান তিনি। এরপর ১৭ জানুয়ারি করেন ভারতের মেদিনীপুরে। সবশেষে কলকাতার নন্দীগ্রামে করেন পয়লা ফেব্রুয়ারি। আগামী মার্চ মাসে আরও কয়েকটি শোতে অংশ নিতে ভারতে যাবেন এই নায়িকা। অপু বিশ্বাস বলেন, ‘অনেক সিনেমার প্রস্তাব পাই। কিন্তু নিজেকে প্রস্তুত না করে ক্যামেরার সামনে দাঁড়াব না ঠিক করেছি। নিয়মিত ব্যায়াম করছি। এই সময়টাতে দেশ ও দেশের বাইরে থেকে শো করার প্রস্তাব পাচ্ছি। ফলে স্টেজ শো করে ভক্তদের সঙ্গে যোগাযোগটা থেকে যাচ্ছে।’
ইত্তেফাক নামে গত বছর একটি ছবির শুটিং করেছেন মিম। নতুন বছরে ছবির খবর। গত ১৬ জানুয়ারি শো করেছেন বসুন্ধরায়, ১৭ জানুয়ারি হাতিরঝিলে আর ২৫ জানুয়ারি কুমিল্লায়। কেন? তিনি বলেন, ‘এখন তো সিনেমা কমে গেছে। তারপরও বছরজুড়ে যে কয়েকটি ছবিতে কাজ করি, তার ফাঁকে বেছে বেছে বড় আয়োজনের স্টেজ শোগুলো করা হয়। এটি তো খারাপ কিছু না। সম্মানজনক পারিশ্রমিকের বিনিময়ে এসব স্টেজে উঠি।’
একসময় মাহিয়া মাহি স্টেজ শো করতেন না। এখন প্রতি মাসেই দু–একটি শো করেন। সবশেষ স্টেজ শো করেছেন ২৬ জানুয়ারি। নতুন বছরে একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর থাকলেও অনেক দিন প্রেক্ষাগৃহে নেই তাঁর ছবি। এ ছাড়া ফেরদৌস, পূর্ণিমা, আরিফিন শুভ, সাইমন, বাপ্পী চৌধুরী, তমাসহ অনেকই নিয়মিত স্টেজ শো করেন। এটিই এখনকার ঢালিউড তারকাদের অন্যতম প্রধান আয়ের খাতে পরিণত হয়েছে।