শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৫৫৭ বার

স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার ছায়াদ হুসেন সবুজের একমাত্র চাচা তাহির আলী সাহেবের অকাল প্রয়ানে দক্ষিণ সুনামগঞ্জ অনালাইন প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উক্ত শোকসভাটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শহিদ মিয়ার সঞ্চালনায় এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সুজন এর সভাপতি রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, সুনামগঞ্জ জেলার আলোর প্রতীক, উন্নয়নের রুপকার এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হুসাইন। তিনি বলেন, আমি জনাব তাহির আলী সাহেবের মৃত্যুতে তাহার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। এবং তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন উনাকে বেহেস্ত দান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুবলীগ নেতা মাহবুব রুবেল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা বিশ্ব, দক্ষিণ সুনামগঞ্জ এনার্জি সোলারের এরিয়া ম্যানেজার  তানভীরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ সভাপতি আবু সাইদ, অর্থ সম্পাদক খালেদ হাসান, দপ্তর সম্পাদক আলাল হুসেন রাফী, প্রচার সম্পাদক নেওয়াজ, ধর্ম বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, সদরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফয়জুল হক, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উত্তরণ ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সদস্য আবিদ উদ্দিন, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ফয়সল আহমেদ, মফরে উদ্দিন ও পুলিশ কনস্টেবল মোস্তাক আহমেদ প্রমুখ। শোকসভায় আলোচনা পরবর্তী মরহুমের আত্নার শান্তির জন্য আল্লাহ’র দরবারে দোয়া প্রার্থনা করা হয়, দোয়া পরিচালনা করেন চট্রগ্রাম ভার্সিটিতে অধ্যায়নরত হাফেজ আলমগীর হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ