রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে হাওর ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আব্দুল আহাদ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৪১ বার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় হাওরের জেলা সুনামগঞ্জের কৃষকদের একমাত্র জীবন জীবিকার একমাত্র অবলম্বন বোরো জমির ফসল রক্ষার জন্য হাওর বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

সোমবার দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরসহ বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ প্রমূখ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন এই হাওরপাড়ের কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য প্রচুর টাকা বরাদ্দ দিয়ে থাকেন। কোন বাধেঁর কাজে কোন পিআইসির কমিটির সদস্যরা অনিয়ম কিংবা র্দূনীতির আশ্রয় নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রতিটি বাধেঁর পিআইসির সদস্যদের সর্তক করে দিয়ে বলেছেন সময়সীমার মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ