স্টাফ রিপোর্টার:: ‘সোনার বাংলা মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শিশু সুরক্ষার লক্ষ্যে, শিশু সহায়তায় ফোন চাইল্ড হেল্প লাইন “১০৯৮” এর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার পরিচালনায় ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলিপ তালুকদার, জয়কলস উজানীগাও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, থানার এসআই আলাউদ্দীন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য মকবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার ,কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার দিলারা তালুকদার ও ইউনিয়ন সমাজকর্মী এ এফ এম হেলালুজ্জামান সহ প্রমুখ।