শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

আইপিএল ২০১৮ শীর্ষ স্থানের লড়াইয়ে বিকেলে মুখোমুখি কলকাতা-পাঞ্জাব

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৫১৩ বার

খেলা ডেস্ক :: এবারের আসরের প্রথম সেঞ্চুরি ও আইপিএলেরই দ্রুততম হাফ সেঞ্চুরি এসেছে কিংস ইলেভেন পাঞ্জাবের দুই ওপেনার- ক্রিস গেইল ও লোকেশ রাহুলের ব্যাট থেকে। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা দলটি মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্সের। যদিও দুই দলের পয়েন্ট সমান। শনিবার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে জয়ী দল উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে।

পাঞ্জাবের সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সেঞ্চুরি করেছেন গেইল। দলকে ম্যাচ জিতিয়েছেন। ‘ইউনিভার্স বস’ এরপর সদর্পে ঘোষণা করেছেন তাকে দলে নিয়ে আইপিএলকেই রক্ষা করেছেন পাঞ্জাবের টিম ডিরেক্টর বিরেন্দর শেবাগ আইপিএলকেই রক্ষা করেছেন। টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন এই ক্যারিবিয়। সুতরাং সাবেক ফ্র্যাঞ্চাইজি কলকাতার বিপক্ষে যে উজ্জ্বীবিত হয়েই নামবেন তাতে কোন সন্দেহ নেই। সাথে মারকুটে সঙ্গী রাহুল তো আছেনই।

কলকাতাও ভরসা রাখতে পারে তাদের দলের দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ও সুনিল নারিনের বিপক্ষে। পাঞ্জাবের সাথে শেষ ৫ বারের সাক্ষাতে ৪ বারই জিতেছে কলকাতা। এর মধ্যে দুইবার ম্যাচ সেরা হয়েছেন রাসেল, একবার নারিন। দুজনের সাম্প্রতিক ফর্মও দারুণ।

দুই দলই নিজেদের সর্বশেষ দুই ম্যাচ জিতেছে। ৫ ম্যাচে মোট ৩ জয়ে ৬ পয়েন্ট কলকাতার। এক ম্যাচ কম খেলে সমান জয়ে সমান পয়েন্ট পাঞ্জাবের। দুই দলই চাইবে জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠতে, ৬ পয়েন্ট নিয়ে যা এখন চেন্নাই সুপার কিংসের দখলে।

সূত্র : ক্রিকইনফো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ