বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

বিয়ে আমরা করব নিশ্চয়ই: ভাবনা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ২৫৫ বার

বিনোদন ডেস্কঃ  
নিজের ভাব ও ভাবনার জগৎ নিয়ে ভালোই আছেন অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি দীপ্ত টিভিতে ‘বোকাভূত’ নামের একটি ধারাবাহিকে কাজ শুরু করেছেন তিনি। শিগগিরই ভাষা দিবস ও ভালোবাসা দিবসের দুটি একক নাটকের কাজও করবেন। সেসব কাজ, দিনযাপন, নিজের সম্পর্ক ও ভাবনা নিয়ে কথা বললেন তিনি।
কী করছেন?
ঘুম থেকে উঠলাম কেবল (বেলা দেড়টা)। ভোরের দিকে ঘুমিয়েছি।
ঘুমাতে এত দেরি হলো কেন?
‘জলবাসর’ নাটকটি দেখতে গিয়েছিলাম। সেখান থেকে সহকর্মীরা মিলে ডিনারে গেলাম। এরপর আবার গেলাম কফি খেতে। সেখানে আড্ডা দিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত সাড়ে তিনটা। ঘুমাতে ঘুমাতে ভোর পাঁচটা।
আজ তাহলে কোনো কাজ নেই?
‘কাজ নেই’-এর ভেতরেও কাজ আছে। আজ অনিমেষের শুটিং নেই। সে বলে রেখেছিল, তাকে নিয়ে বের হব। কস্টিউম, কসমেটিক কেনা আর ব্যাংকের কাজগুলো করব আজ।
‘বোকাভূত’-এর জন্য আপনি বাড়তি কিছু কাজ করেছেন, ঠিক না?
আমার মনে হয়, আমি খুব ভালো কাস্টিং করতে পারি। যদি কোনো পরিচালক আমাকে জিজ্ঞেস করে, আমি বলে দিতে পারব কে কোন চরিত্রে ভালো করতে পারবে। ‘বোকাভূত’ ধারাবাহিকের জন্যও সে রকম চেষ্টা করেছি। ফ্যামিলি ড্রামা এটা, যেখানে প্রায় সব বয়সী মানুষ আছে। আমার কাস্ট করা বেশ কয়েকজনও আছেন সেখানে।
তাহলে শিগগিরই আমরা একজন ভালো কাস্টিং ডিরেক্টর পেতে যাচ্ছি?
আমাদের দেশে এ রকম কোনো রীতি নেই, দরকার হয় না কারও। থাকলে আমি অবশ্যই এ ক্ষেত্রে অবদান রাখতে পারতাম।
হঠাৎ করে ফেসবুকে কেন অনিমেষ আইচের সঙ্গে সম্পর্কের ঘোষণা দিলেন?
এটা ঘোষণা নয়, রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করেছি কেবল। ফেসবুকে যাঁরা আমার সঙ্গে যুক্ত, শুধু তাঁরাই ব্যাপারটা দেখেছেন। আমি কখনোই আমার সম্পর্ক নিয়ে কিছু লুকাইনি। আমি বিশ্বাস করি, ভালোবাসা প্রকাশের মধ্যে লজ্জার কিছু নেই। কাউকে ভালোবাসি, সেটা লুকিয়ে রাখা মানে সম্পর্কটাকে অসম্মান করা। অথচ আমার সঙ্গে কথা না বলেই কিছু পত্রিকা আমাদের সম্পর্ক নিয়ে এমন সস্তা সব বাক্য লিখেছে, যা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আমার কাছে ভালোবাসাটা অনেক সম্মানের একটা সম্পর্ক।
বিয়ে কি এ বছরই করছেন?
বিয়ে আমরা করব নিশ্চয়ই। তবে কবে করব, জানি না। কোনো প্ল্যান করিনি। তবে এ বছর অবশ্যই অনিমেষ একটা নতুন সিনেমা করবে।
সেটার কেন্দ্রীয় নারী চরিত্র নিশ্চয়ই আপনি করবেন?
(হাসতে হাসতে) সেটা এখনো জানি না।
হাতে এখন কী কী কাজ?
বইমেলার জন্য একটা উপন্যাস লিখছি। একুশে ফেব্রুয়ারি আর ভ্যালেন্টাইন ডের জন্য একক নাটক করব। নতুন আরেকটা ধারাবাহিকের কাজ শুরু করার কথা প্রায় পাকা হয়ে আছে। ভালো চিত্রনাট্য পাই না বলে খুব বেশি কাজ করা হয় না। ইদানীং নতুন করে পড়াশোনা শুরু করেছি। এ কারণে একটু ব্যস্ততাও আছে।
ভোট আসছে। নতুন নগরপিতাদের কাছে কেমন শহর প্রত্যাশা করেন?
পরিচ্ছন্ন শহর। বিদেশে বেড়াতে গেলে আমরা রাস্তায় ময়লা ফেলি না। দেশে আমরা কেন সে রকম করি না? শহরটাকে যদি নিজের ঘর ভাবি, তাহলেই কিন্তু আর নোংরা করতে পারব না আমরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ