শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

ওজন কমাতে করলার জুস

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৩৮৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::  খেতে তিতা হলেও করলা নামের সবজিটির রয়েছে অনেক গুণ। মেদ কমানোর পাশাপাশি ক্যানসার, ডায়াবেটিস, হাঁপানির মতো রোগ নিরাময়ে করলার জুড়ি মেলা ভার। আর ওজন কমাতেও করলার জুড়ি নেই। বিজ্ঞান পত্রিকা ‘বিএমসি কমপ্লিমেন্টারি অ্যান্ড অলটারনেটিভ মেডিসিন’ এর রিপোর্ট থেকে জানা যায়, নানা পুষ্টিগুণ সমৃদ্ধ করলা খুব দ্রুত দেহের ওজন কমাতে সাহায্য করে। করলার রস দিয়ে হেলথ ড্রিঙ্ক বানিয়ে খেলে কাজ হয় খুব তাড়াতাড়ি। করলার রস ফ্যাট সেলগুলো বার্ন করে এবং সেই জায়গায় নতুন ফ্যাট সেল তৈরি হতে বাধা দেয়।
করলার জুসের গুণাগুণ
করলার জুসে আছে বিটা-ক্যারোটিন, লুটেইনসহ খনিজ উপাদান আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাংগানিজ ও ম্যাগনেসিয়াম।
১০০ গ্রাম করলায় ক্যালরি মাত্র ১৭। তাই শরীরে ক্যালরি গ্রহণ না করে দ্রুত ওজন কমাতে নিয়মিত করলার জুস খেতে পারেন।
স্বাদে তিতকুটে হলেও এতে আছে ভিটামিন এ, বি ও সি।
ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসায় করলার ভেষজগুণও রয়েছে।
অগ্ন্যাশয় ক্যানসার প্রতিরোধ করতে পারে।
করলার আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে।
দাঁত ও হাড় ভালো রাখে।
দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের সমস্যা সমাধানে করলার বিটা ক্যারোটিন খুবই উপকারী।
করলার রস কৃমিনাশক।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
করলার জুস কীভাবে বানাবেন?
ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে করলা কাটুন। বিচিগুলো সরিয়ে ফেলতে হবে। তেতো খেতে খুব সমস্যা হলে ব্লেন্ডারে করলার সঙ্গে অন্যান্য সবজি দিয়ে মিশ্রণ তৈরি করুন। স্বাদ বাড়ানোর জন্য ওই মিশ্রণে কয়েক ফোটা মধু মিশিয়ে নিয়ম করে প্রতিদিন সকালে খান। যারা লবণ খান তারা হালকা লবণ দিয়ে নিতে পারেন মিশ্রনে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ