সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

বিপিএল ফাইনালে থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ২৫০ বার

স্পোর্টস ডেস্কঃ  
গত বিপিএলে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন আইসিসিপ্রধান শশাঙ্ক মনোহর। বিশেষ অতিথির উপস্থিতি থাকছে এবার ফাইনালেও। বিপিএলের ফাইনাল দেখতে আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীই দেশটির ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। সে হিসেবে এবার বিপিএলের ফাইনালেও একজন ‘ওজনদার’ অতিথির উপস্থিতি থাকছে।
বিসিবি কেভিনকে নিমন্ত্রণ জানিয়েছিল মার্চে মুজিব বর্ষ উপলক্ষে হতে যাওয়া এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচে। তখন তাঁর আসা সম্ভব নয় বলেই এখন আসছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘তিনি বলেছিলেন, এ সময়ে ভারতে থাকবেন। আসলে বিপিএলের ফাইনালে আসতে পারবেন। আমরা তাতে সম্মতি দিয়েছি।’
কেভিনের সঙ্গে আজ ফাইনালে থাকছেন ক্রিকেট শ্রীলঙ্কার সহসভাপতি রবিন বিক্রমারত্নেও। রবিন অবশ্য কদিন ধরেই ঢাকায় আছেন। গত বিপিএলে শশাঙ্ককে দিয়ে পূর্বাচলে হতে যাওয়া বিসিবির নতুন স্টেডিয়ামের প্রতীকী নকশার উদ্বোধন করা হয়েছিল। এবার কি এমন কিছু থাকছে? দুই বোর্ডের দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যেহেতু উপস্থিত থাকবেন, দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও কি আলাপ হতে পারে? নিজামউদ্দিন বললেন, ‘এসব আসলে অনানুষ্ঠানিক আমন্ত্রণ। আমাদের টুর্নামেন্ট কেমন হয়, সেটি দেখাতেই আসলে তাদের দাওয়াত দেওয়া।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ