নিজস্ব প্রতিবেদক:: উপ-মহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জী হুজুর ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
রবিবার (৫ জানুয়ারি) বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হবিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলে শেরপুর নামক স্থানে পৌঁছামাত্র বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তাঁর মৃত্যুর সংবাদে চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আল্লামা তাফাজ্জুল হক শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তাঁর অবস্থার অবনতি হলে আজ রবিবার বিকালে হবিগঞ্জ থেকে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। পথিমধ্যে শেরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৪ সালে হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে জন্ম নেওয়া আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী হাদিস বিশারদ হিসেবে উপ-মহাদেশে সু-পরিচিত। তিনি হবিগঞ্জ জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস। এবং হবিগঞ্জে মাদানী নগর মহিলা মাদরাসাও প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস।