নিজস্ব প্রতিবেদক:: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কাজী সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় উপজেলার জয়কলস ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার কার্যালয় শান্তিগঞ্জ বাজারে উপজেলা সভাপতি কাজী আইয়ূব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা কাজী সমিতির অর্থ সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম, সদস্য কাজী মফিদুর রহমান, কাজী মাওলানা মাশুক আহমদ, কাজী মাওলানা আব্দুল আলী, কাজী মোঃ নুরুল হক প্রমূখ।
সভায় নেতৃবৃন্দরা বলেন- বাল্য বিবাহ রোধে প্রতিটি গ্রামে,ইউনিয়নে, সভায়, উঠান বৈঠকে সর্ব শ্রেণীর লোকজন সচেতনতা মূলক বক্তব্য উপস্থাপন করতে হবে। দেখা যায় অনেক অভিভাবক রয়েছেন ছেলে- মেয়ে একটু বড় হলেই বিবাহ বন্ধনের চিন্তায় মগ্ন থাকেন, তাদেরকে বাল্য বিবাহের কুফল সমন্ধে বুঝাতে হবে। আমাদের উপজেলা-২০১৬ সালে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে, সেই সময় থেকে আমাদের উপজেলায় বাল্য বিবাহ বন্ধ হয়েছে, তাই সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করতে হবে।