রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

আমার কাছে কোনো বৈষম্য নেই : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ২৪৭ বার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে সুনামগঞ্জ শহরের পৌরবিপনীস্থ তৃতীয় তলায় সুনামগঞ্জ রিপোর্টার্স নব-নির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী’র সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর।
এসময় প্রধান অতিথি’র বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমার কাছে কোনও বৈষম্য নেই, আমি উচ্চ শিক্ষিত নিজেকে দাবি না করলেও কিছু পড়াশোনা করেছি। যারা পড়াশোনা করে তাদের মধ্যে কোনও বৈষম্য বলে কিছু থাকে না। আমি সুনামগঞ্জকে যে ভাবে পঞ্চগড়কে একই ভাবে দেখি। আমি চাই দেশের উন্নয়ন হোক। সকল মানুষ সুখে শান্তিতে থাকুক।
আলোচনা সভার পূর্বে পরিকল্পানমন্ত্রী এমএ মান্নানকে ফুল দিয়ে বরণ করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ