রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে মেরাজ পালিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
  • ৪০৫ বার

স্টাফ রিপোর্টার,ছায়াদ হুসেন সবুজ:: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে মেরাজ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার মাগরিবের নামাজের পর থেকেই প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ধর্মপ্রাণ মুসলমানরা রাত জেগে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মধ্য দিয়ে পবিত্র এই রজনী পালন করেন। এরই মধ্য দিয়ে আল্লাহপাকের দরবারে ক্ষমা প্রার্থনার পাশাপাশি দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাত করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফারুক আহমেদ দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পবিত্র মেরাজে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) আল্লাহপাকের দিদার অর্জনে সক্ষম হন। তিনি আমাদের জন্য অনেক পূন্যের, কল্যানের বার্তা নিয়ে এসেছিলেন, তাই আমরা দেশ ও জাতীর কল্যান কামনা করে আল্লাহপাকের দরবারে দোয়া করেছি,  হাওরের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে এবার ধান কাটা শুরু হয়েছে, আশা করা যায় সহি- সালামতে ধান কাটা সম্পন্ন হবে। তিনি সবাইকে পাচ ওয়াক্ত নামাজ আদায়, ও আল্লাহ রাসুলের প্রদর্শিত পথে চলার জন্য আহবান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ