স্টাফ রিপোর্টার, ছায়াদ হুসেন সবুজ:
বর্ষ বরণের মধ্য দিয়েই জমে উঠেছে মোদের প্রাণের বৈশাখ, বৈশাখকে বরন করার পরপরই, এত দিনের অপেক্ষার প্রহর গুনতে গুনতে অপেক্ষা শেষ করার জন্য সুনামগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা দক্ষিণ সুনামগঞ্জে বোরো ফসল কাটা শুরু হয়ে গেছে। উপজেলার ,জয়কলস পূর্ববীরগাও, পশ্চিম বীরগাঁও , পাথারিয়া, শিমুলবাক, পূর্ব পাগলা, পশ্চিম পাগলা, দর্গাপাশা এই ৮টি ইউনিয়নের সবকটি গ্রামের ঘরে ঘরে চলছে একফসলী নতুন ধান উঠানোর প্রস্তুতি। ইতিমধ্যে অনেকে ধান ঘরেও তুলেছেন। কৃষক কৃষাণী হাওরে, নদীর তীরে মাড়াই জাড়াইয়ের জন্য তৈরি করে রেখেছে খলা, আর ধান বাড়ীতে রাখার জন্য বানিয়েছে গোলা। হাওরে এখন এক মনোহর দৃশ্য, রাশি রাশি কাঁচা-পাকা ধানক্ষেত, জমিনে বাতাসে তার শীষ দোল খায়, চারদিক মাতোয়ারা নতুন ধানের মৌ মৌ গন্ধে, যেনো ধান কাটার এক মহা উৎসব শুরু হয়েছে। সবচেয়ে বড় হাওর দেখার হাওরে ধান কাটার সব উপকরণ নিয়ে ছুটছেন কৃষকেরা, এত দিনের লালিত স্বপ্নকে পরিপূর্ণ রুপ দিতে তারা ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন জায়গা থেকে ধান কাটার শ্রমিক আসা শুরু করেছে। ডুংরিয়া গ্রামের কৃষক চমক আলী জানান, হাওরে ব্রি-ধান ২৮ পুরোদমে কাটা শুরু হয়েছে। বৈশাখের ১ম দিন থেকেই প্রায় পুরোপুরি ধান কাটা শুরু হয়ে গেছে। সবাই এখন ধান কাটা নিয়ে ব্যস্ত, খোজ নিয়ে জানা যায়। কৃষকরা ব্রি ধান ২৮, ব্রিধান ২৯, ব্রিধান হাইব্রিড, ও বিদেশী জাতের আরও অনেক ধরনের ধান চাষ করেছে। সরেজমিনে দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামের কৃষকেদের সাথে কথা বলে জানা যায়, তারা আশা করছেন, অকাল বন্যা, কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ না হলে এবং ধান বাজারে প্রকৃত মূল্যে বিক্রি করতে পারলে এবার হাওরের কৃষকের মুখে হাসি ফুটবে এবং বিগত বছর গুলোতে ধান ঘরে না তুলতে পারার বেদনা কাটাতে সক্ষম হবে।