স্টাফ রিপোর্টার:: দক্ষিণ সুনামগঞ্জে ফ্রেন্ড ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবির) আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহযোগিতায় নবীন-প্রবীন মেলা ও প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মাঠে নবীন-প্রবীন প্রীতি ফুটবল ম্যাচ, হাসনাবাজ-জামলাবাজ কিশোর দলের ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফুটবল প্রীতি ম্যাচ পরবর্তী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ নবীন- প্রবীন ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার মহসিন হাবিব জেমস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়কলস ইউপি সদস্য মহিবুর রহমান, সাবেক ইউপি সদস্য নুর আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সদস্য ছায়াদ হোসেন সবুজ, ওয়ার্ড যুবলীগের সভাপতি তাহির আলী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জামলাবাজ গ্রামের আলী আহমদ ও শব্দননুর।
এসময় ফুটবল প্রীতি ম্যাচে প্রবীন দলের পক্ষে খেলায় অংশ নেন, আব্দুল্লাহ মিয়া, এলাইছ মিয়া, সাবুল হোসেন, সবুজ মিয়া, ফয়সল আহমদ,সামছুল ইসলাম, সবুজ মিয়া, মমসির মিয়া, কবির মিয়া ও প্রবীন দলের বিপক্ষে অংশ নেয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি কামরুল ইসলাম সুমন, হাসান মিয়া, রাজিব আহমদ, মারজান আহমদ, ইমরান আহমদ, সালমান আহমদ, ইউসুফ আলী, ফরহাদ মিয়া ও লায়েক আহমদ প্রমুখ।
এসময় উপজেলা কিশোরী দলের তানহা বুশরা, উম্মে সুমাইয়া, সাবিনা ইয়াসমিন, মারুফা আক্তার, তানজিনা বেগম ও শাহরিন এলাহি সহ জামলাবাজ গ্রামের খেলোয়ার প্রেমীরা উপস্থিত ছিলেন।
ফুটবল প্রীতি ম্যাচের পরবর্তী প্রবীন-প্রবীন দলের খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা ও ফুটবল প্রীতি ম্যাচে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।